এবার বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সফলতার সঙ্গে চাঁদের মাটিতে পা ফেললো জাপান। ‘মুন স্নাইপার’ নামে জাপানি নভোযানটি চাঁদের মাটিতে নেমেছে। শুক্রবার এ কথা জানিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা-জেএএক্সএ। খবর আল জাজিরার।

moon sniperচাঁদের মাটিতে শুক্রবার অবতরণ করেছে জাপানের মুন স্নাইপার

জাপানি মহাকাশ সংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে (১৫ জিএমটি) জাপানের চাঁদে পাঠানো স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) নভোযানটি চন্দ্র পৃষ্ঠে নেমেছে। এটির ডাক নাম রাখা হয়েছে মুন স্নাইপার। এমন ডাকনামের কারণ, যানটি চন্দ্রপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যের ১০০ মিটারের মধ্যে অবতরণে সক্ষম।

মহাকাশ সংস্থাটি আরও বলেছে, জাপানের মনুষ্যবিহীন মহাকাশযান বর্তমানে চাঁদে রয়েছে। চন্দ্র পৃষ্ঠে নেমেই নিজের সঙ্কেত পাঠাতে শুরু করে প্রোবটি। তবে নেমেই নিজের অবস্থা পরীক্ষা করে দেখছে ল্যান্ডারটি। এরপরই নিজের হাত-পা মেলবে মুন স্নাইপার।

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে যাওয়ার কৃতিত্ব অর্জন করলো জাপান। এর আগে মাত্র চারটি দেশ সফলভাবে চাঁদে অবতরণ করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত।

জাপানের মহাকাশ গবেষকরা বলছেন, এর মাধ্যমে চন্দ্র অনুসন্ধান বিশেষ করে চাঁদে পানির সন্ধান ও মানুষের বাসস্থানের সম্ভাবনা খতিয়ে দেখবে মুন স্নাইপার।

জেএএক্সএর স্লিম প্রকল্প পরিচালক শিনিচিরো সাকাই বলেছেন, জাপানের মুন স্নাইপার নির্ভুলভাবে চন্দ্রপৃষ্ঠে নির্ধারিত লক্ষ্যস্পটে অবতরণ ও চাঁদের মাটি সংগ্রহ করবে। বিজ্ঞানীরা তাতে চাঁদে পানির রহস্য খুব সহজেই উদঘাট করতে পারবেন।

জেএএক্সএর তথ্যমতে, মুন স্নাইপার গত ২৫ ডিসেম্বর সোমবার জাপান সময় বিকেল ৪.৫১ মিনিটে সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

এর আগে সেপ্টেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা দ্বীপের উৎক্ষেপণকেন্দ্র থেকে এইচ-আইআইএ রকেটে চড়িয়ে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়।

ডিসেম্বরে চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে প্রবেশের খবরে শিনিচিরো সাকাই বলেছিলেন, সেদিন আর নেই যে কেবল 'চাঁদের কোথাও' নামতে পারলেই হলো। প্রযুক্তির অগ্রগতির কল্যাণে চন্দ্রপৃষ্ঠের কোনো গর্ত বা পাহাড়ের মতো লক্ষ্য চিহ্নিত করে সেখানেই মহাকাশ যান নামানো সম্ভব।

সাকাই বলেন, জাপানের মুন স্নাইপার সেটি করে দেখাচ্ছে। অন্য কোনো জাতি এটি অর্জন করতে পারেনি।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.