কোভিড টিকাকে যেন ওভার ট্রাম্পকার্ড দেখিয়ে দিয়েছেন জার্মানির এক ব্যক্তি। বিশ্বজুড়ে বেশির ভাগ মানুষ কেউ কেউ প্রথম বা দ্বিতীয় ডোজ, সর্বোচ্চ পঞ্চম ডোজও নিতে পেরেছেন ভাগ্যবান কেউ। তবে ৬২ বছরের ওই জার্মান-বৃ্দ্ধ কোভিডের টিকা নিয়েছেন ২১৭ বার। এতবার টিকা নেওয়ায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা না হওয়ায় বিস্মিত হয়েছেন খোদ চিকিৎসকরা। খবর বিবিসির।

covid vaccineকোভিডের তৃতীয়-চতুর্থ ডোজ টিকা পেয়েছেন বিশ্বের বেশির ভাগ দেশের মানুষ

চাঞ্চল্যকর বিষয়টি ওঠে এসেছে বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেটে। প্রতিবেদনে জানানো হয়, চিকিৎসকদের কোভিড টিকা বিষয়ক পরামর্শ উপেক্ষা করে জার্মানির ওই ব্যক্তি ২১৭ ডোজ কোভিডের টিকা নিয়েছেন।

জার্মান ওই নাগরিকের নাম-পরিচয় প্রকাশ করা না হলেও জানা গেছে, টিকাগুলো তিনি ব্যক্তিগতভাবে কিনেছেন এবং ব্যক্তিগত চিকিৎসককের মাধ্যমে শরীরে পুশ করিয়েছেন। মোট ২৯ মাসের মধ্যে এত ডোজ টিকা নিয়েছেন তিনি।

ঘটনা প্রকাশ হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে রীতিমতো গবেষণা চালিয়েছেন ইউনিভার্সিটি অব এরল্যাঞ্জেন-নুরেমবার্গের চিকিৎসাবিজ্ঞানীরা। নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে গবেষকরা দেখেছেন, লোকটির শরীরে কোনো খারাপ প্রভাব নেই।

নুরেমবার্গের বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ড. কিলিয়ান শোবার বলেন, আমরা সংবাদপত্র নিবন্ধের মাধ্যমে তার বিষয়টি সম্পর্কে জানতে পারি। তখন আমরা তার সঙ্গে যোগাযোগ করি এবং তাকে এরলাঙ্গেনে বিভিন্ন পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানাই। তিনি আগ্রহের সঙ্গেই তাতে রাজি হয়েছেন।

ড. কিলিয়ান শোবার বলেন, আমরা তার তাজা রক্ত ও লালার নমুনা পরীক্ষা করেছি। তার কিছু হিমায়িত রক্তের নমুনাও পরীক্ষা করা হয়েছে।

ড. শোবার বলেন, আমরা এই নমুনাগুলো ব্যবহার করে বুঝতে সক্ষম হয়েছি, টিকা দেওয়ার পর ইমিউন ঠিক কিভাবে প্রতিক্রিয়া করে। আমরা দেখেছি, কোভিড টিকা সংক্রমণ ঘটাতে পারে না কিন্তু শরীরকে শেখাতে পারে কীভাবে রোগের সঙ্গে লড়াই করতে হয়।

লোকটির এমন ঘটনায় ড. শোবারস গবেষকরা উদ্বিগ্ন ছিলেন যে, এতবার একই ডোজ নিয়ে ইমিউন সিস্টেমকে হাইপার-স্টিমুলেট করলে হয়তো শরীরের কিছু কোষ ক্লান্ত বা ক্ষতিগ্রস্ত হতে পারে।

কিন্তু গবেষকরা ওই ব্যক্তির শরীরে তার কোনো প্রমাণ পাননি। এমনকি তার শরীরে কোনো লক্ষণও ছিল না যে ওই লোকটি কখনও কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

তবে গবেষকরা বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কৌশল হিসেবে অতিমাত্রায় টিকাগ্রহণকে সমর্থন করি না।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.