আপনি পড়ছেন

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন ৩ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী।

bcs bgwcদেশে ৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষা হচ্ছে আজ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আয়োজনে দেশের ৮ বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের ২১৫ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ ২০০ নম্বরের পরীক্ষা দিচ্ছেন চাকরিপ্রার্থীরা।

পিএসসির তথ্যানুযায়ী, এবার ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০টি পদের বিপরিতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজার।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এরমধ্যে সহকারী সার্জন ১৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।

এরপর সবচেয়ে বেশি লোক নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এবার বিসিএস শিক্ষায় নেওয়া হবে ৫২০ জন। এছাড়াও প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।