আপনি পড়ছেন

গরমের দাপটে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সোমবারের জন্য স্থগিত করা হয়েছে।

logo ministry of educationশিক্ষা মন্ত্রণালয়ের লোগো

এ বিষয়ে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা আছে, এমন শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে খোলা রাখতে পারবে।

এ বিষয়ে সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, ঈদুল ফিতরের ছুটির পর গতকাল রোববার থেকেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু হয়। কিন্তু ভয়াবহ গরমের মধ্যেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম, যাতে অভিভাবকরা, বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন।

অন্যদিকে, রোববার সকাল থেকে ৭২ ঘণ্টা তীব্র গরম অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এর আগে ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা থাকলেও গরমের তীব্রতার কারণে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ বাড়ানো হয়।