ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভবনে স্থাপন করা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক। আগামী ৬ মাসের মধ্যেই নেটওয়ার্ক স্থাপনের এ কাজ শেষ হবে বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। ফলে ওই পয়েন্টে একেবারে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন নগরবাসী। যাতে কানেকশনের জন্য কোন পাসওয়ার্ডের প্রয়োজন হবে না।

wifi

বাংলাদেশ টে‌লিক‌মিউ‌নিকেশন্স কোম্পা‌নি লিমিটেড (বি‌টি‌সিএল) ও ডিএস‌সি‌সির যৌথ উদ্যোগে ফ্রি ওয়াইফাই সার্ভিস দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র। এর জন্য ইতোমধ্যেই ৫০ গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নতুন এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল পুরান ঢাকার লা‌লবাগ কেল্লায় ফ্রি ওয়াইফাই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এটি উদ্বোধনকালে মেয়র বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রত্যেক‌টি গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই চালু কর‌বো। দ্রুততম সম‌য়ের মধ্যেই সেবা‌টি চালু হবে। আশা করি ছয় মাসের মধ্যেই তা সম্পন্ন করতে পারবো আমরা।

যে ৫০ টি স্থানকে গুরুত্বপূর্ণ ওয়াইফাই জোন হিসেবে নির্বাচন করা হয়েছে সেগুলো হলো, ‌বঙ্গবন্ধু জাদুঘর, অপারাজেয় বাংলা, আহসান ম‌ঞ্জিল, লালবাগ কেল্লা, কার্জন হল, কমলাপুর রেলওয়ে স্টেশন, বাহাদুরশাহ পার্ক, বঙ্গবন্ধু অ্যাভি‌নিউ, রাসেল স্কয়ার, কেন্দ্রীয় শহীদ মিনার ওসমানী উদ্যান, রমনা পার্ক, বলদা গা‌র্ডেন, কেন্দ্রীয় শিশু পার্ক, ধানমণ্ডি লেক, মহানগর নাট্যমঞ্চ, সা‌য়দাবাদ বাস টা‌র্মিনাল, ফুলবা‌ড়িয়া বাস টা‌র্মিনাল, সদরঘাট লঞ্চ টা‌র্মিনাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল।

পাশাপাশি আরো রয়েছে, নগর ভবন, ডিএস‌সি‌সি জোন-২, জোন-৩, জোন-৫, না‌জিরা বাজার মাতৃসদন, নিউমা‌র্কেট, মেয়র মোহাম্মদ হা‌নিফ কমিউনিটি সেন্টার, সেগুনবা‌গিচা কমিউনিটি সেন্টার, ধানম‌ণ্ডি ভূতের গ‌লি কমিউনিটি সেন্টার, বাসা‌বো কমিউনিটি সেন্টার, কাজী ব‌শির মিলনায়তন, পল্টন কমিউনিটি সেন্টার, নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টার, হাজী গোলাম মো‌র্শেদ কমিউনিটি সেন্টার, হাজী খ‌লিল সরদার কমিউনিটি সেন্টার, আজিমপুর মি‌নি কমিউনিটি সেন্টার, হাজী জুম্মন ক‌মিউনিটি সেন্টার, ফজলুল ক‌রিম কমিউনিটি সেন্টার, নর্থ ব্রুক হল লাইব্রেরি, মু‌ক্তি‌যোদ্ধা সাদেক হো‌সেন খোকা কমিউনিটি সেন্টার, মাজেদ সরদার কমিউনিটি সেন্টার, সূত্রাপুর কমিউনিটি সেন্টার, ধলপুর কমিউনিটি সেন্টার, ফ‌কিরচাঁদ কমিউনিটি সেন্টার, সারাফাতগঞ্জ কমিউনিটি সেন্টার, যাত্রাবাড়ী কমিউনিটি সেন্টার এবং জ‌হির রায়হান সংস্কৃ‌তি কেন্দ্র।

আপনি আরো পড়তে পারেন 

শুধু '০১৭' দিয়ে হচ্ছে না গ্রামীণফোনের

জেনে নিন আপনার সিমটি নিবন্ধন হয়েছে কি না

নিবন্ধন না করলে ১ মে ৩ ঘণ্টা বন্ধ থাকবে সিম

সিম নিবন্ধনে এক বছর সময় পাবেন প্রবাসীরা

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.