দুই বছর আগে বাজার মূলধনের হিসেবে অ্যাপল পৃথিবীর প্রথম প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান হিসেবে এক ট্রিলিয়ন ডলার মূল্যমানের প্রতিষ্ঠানে পরিণত হয়। দুই বছরের মধ্যেই তাদের মূল্য বেড়ে গেছে দ্বিগুণ- এখন তারা দুই ট্রিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান।

tim cook ceo of apple incorporation 1

১৯ আগস্ট অ্যাপলের বিদ্যমান শেয়ারের মূল্য দুই ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বর্তমানে বাজারে অ্যাপলের মোট শেয়ার আছে চার মিলিয়নের বেশি এবং এর প্রতিটির মূল্যমান ৪৬৭.৫৫ ডলারের বেশি। এ হিসেবেই তাদের দাম দুই ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্ববাজারে যে মন্দা চলছিলো, প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোর উপর সে আঘাত খুব বেশি একটা লাগেনি। তারপরও বাজারের মন্দাভাবের প্রভাব মোকাবেলা করতে হচ্ছিলো সবাইকে। কিন্তু অ্যাপল দেখিয়ে দিলো মহামারীও তাদের ব্যবসার গতি কমাতে পারেনি।

১৯৯৭ সালের দিকে অ্যাপল প্রায় দেওলিয়া হতে বসেছিলো। কিন্তু তারা হাল ছাড়েনি। বিশেষ করে সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস, প্রধান ডিজাইন কর্মকর্তা জনি আইভি এবং বর্তমান প্রধান নির্বাহী টিম কুক অ্যাপলের সাফল্যের মূল রূপকার।

স্টিভ জবসের অধীনে অ্যাপল তাদের আইকনিক সব পণ্য বাজারে আনে। ১৯৮৪ সালে তারা বাজারে আনে ম্যাকিনটোশ। এরপর ১৯৯৭ সালে আইম্যাক দিয়ে চমক দেখান জবস। ২০০১ সালে আরেক চমক হিসেবে অ্যাপল বাজারে ছাড়ে আইপড। ২০০৭ সালে সেলফোনের ইতিহাস পাল্টে দিয়ে আইফোন বাজারে আনেন জবস। তিন বছর পর, ২০১০ সালে স্টিভ জব বাজারে আনেন আইপ্যাড। আইভি এবং কুক স্টিভ জবসের অধীনে দীর্ঘদিন কাজ করেন।

বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে অ্যাপলের মূল্যমান বিশ্বের আটটি দেশ বাদে সব দেশের মোট অর্থনীতির চেয়ে বড়। প্রযুক্তি দুনিয়ার প্রথম প্রতিষ্ঠান হিসেবে দুই ট্রিলিয়ন ডলারের মালিক অ্যাপল হলেও, এতো মূল্যের আরো একটি প্রতিষ্ঠান আছে। সেটি হলো সৌদি আরবের আন্তর্জাতি তেল ও গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠান আরামকো।

অ্যাপল যখন এক ট্রিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠানে পরিণত হয়, তখন সিইও টিম কুক কর্মীদের বলেছিলেন, “আর্থিক প্রাপ্তি আসলে অ্যাপলের উদ্ভাবনী চিন্তার ফলাফল। আমরা সব সময় ক্রেতাকে প্রাধান্য দেই এবং আমাদের পণ্যের মূল্যের বিষয়ে সত থাকার চেষ্টা করি।”

সম্প্রতি আইফোন ফাইভ-জি নিয়ে কাজ করছে অ্যাপল। মূলত এই বিষয়টিই তাদের শেয়ারের দিকে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করেছে। ধারণা করা হয় ফাইভ-জি নেটওয়ার্ক সমর্থিত ফোনগুলো বর্তমান সময়ের চেয়ে ১০ গুণ বেশি গতিতে তথ্য ডাউনলোড করতে পারবে। অর্থাৎ একটি টিভি সিরিজের সবগুলো সেশন ডাউনলোড করতে ফাইভ-জিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.