হাতে হাতে স্মার্টফোন পৌছে যাওয়ায় বাড়ছে গেম অ্যাপসগুলোর জনপ্রিয়তা। অবসর কাটাতে এখন অনেকেই স্মার্টফোনে গেম গেলায় মেতে থাকেন। এই গেমের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বেশ কয়েকটি গেমস। আসুন এবার জনপ্রিয়তার শীর্ষে থাকা এ ধরনের কয়েকটি গেম সম্পর্কে জেনে নেই।

pokemon go app

পোকেমন গো : খুব বেশি দিন হয়নি গেমটির। কিন্তু অবাক হওয়ার মতো জনপ্রিয়তা পেয়েছে গেমটি। চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেমের তালিকায় শীর্ষে উঠে এসেছে এ গেম। এ বছর ৭ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া জনপ্রিয় এ গেমটি টানা তিন সপ্তাহ অ্যাপলের অ্যাপ স্টোরের শীর্ষস্থান দখল করে রেখেছে। অ্যাপলের বরাতে জানা গেছে, এই গেম অ্যাপটি অ্যাপ স্টোর থেকে প্রায় সাড়ে সাত কোটিবার ডাউনলোড করা হয়েছে। তবে ইতোমধ্যে গেমটি নিয়ে বেশ বিপাকেও পড়তে হয়েছে গেমারদের। ফলে বেশ কয়েকটি দেশে নিষেধের কবলেও পড়েছে গেমটি।

স্কাই ফোর্স রিলোডেড : দারুন এই গেমটি ২০০৯ ও ২০১০ সালে আইওএস এবং অ্যানড্রয়েড দুটি প্লাটফর্মের জন্য রিলিজ হয় । মূলত এটি একটি অ্যাকশন গেম। কিন্তু এখানে যুদ্ধ মাটিতে নয়, আকাশে হয়। গ্রাফিক্স উচ্চমানের। এতে শত্রু বিনাশ করে স্টার সংগ্রহ করতে হয় গেমটিতে।

অ্যাশফল্ট এইট এয়ারবোর্ন : গেমটি ২০১৩ সালের ২২ আগস্টে প্রকাশ পায়। প্রথমদিকে শুধুমাত্র আইওএস এবং অ্যানড্রয়েড দুটি প্লাটফর্মেই পাওয়া যেত । এখন সব ক্ষেত্রেই উন্মুক্ত এটি। মূলত এটি একটি রেসিং গেম, যা জনপ্রিয়তায় শীর্ষতালিকাতেই রয়েছে। দুর্দান্ত গ্রাফিক্স, চোখ ধাঁধানো স্টান্টস মিলিয়ে জমজমাট এই কার রেসিং গেম। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া অলিম্পিকের কথা মাথায় রেখে লেটেস্ট আপডেটও আনা হয়েছে গেমটিতে।

অ্যানসেস্টর : এই গেমটির জনপ্রিয়তাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আইওএস এবং অ্যানড্রয়েড দুটি প্লাটফর্মেই উন্মুক্ত এটি। গেমটি খেলার সময় নানা ধরনের ধাঁধা সমাধা করতে হয়। ধাঁধাঁর সমাধান দেয়ার সঙ্গে সঙ্গে আবার দৌড়াতে দৌড়াতে শত্রুদের শুট ডাউনও করতে হবে। গেমটিতে ভালো পয়েন্ট করতে হলে চটপট সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকতে হবে।

স্ম্যাশ হিট : টার্গেট প্র্যাক্টিস গেম কিন্তু ইতিমধ্যে যথেষ্ট ভাইরাল। এটিও অ্যানড্রয়েড এবং আইওএস দুই প্লাটফর্মেই পাওয়া যায়। গেম দুনিয়ায় দ্রুতই বাড়ছে এটির জনপ্রিয়তা।

হার্থস্টোন : ২০১৪ সালে রিলিজ হয় হার্থস্টোন। এটির গ্রাফিক্সের বিষয়টি দারুন। কার্ডগেম থিমের ওপর তৈরি এই অনলাইন গেমে কার্ড স্পেল করে প্রতিপক্ষকে শায়েস্তা করতে হয়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মেই পাওয়া যায় গেমটি।

আপনি আরো পড়তে পারেন 

ক্রোম অ্যাপে কড়াকড়ি আরোপ করছে গুগল

'এজ' ব্যবহারে টাকা দিবে মাইক্রোসফট!

গুগল ম্যাপ এবার অফ লাইনেও

সন্ত্রাসবাদের অভিযোগ, আড়াই লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

আকাশে উড়লো বিশ্বের বৃহত্তম বিমান

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.