আপনি পড়ছেন

এক শ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর হলো ০৪৬৯০৮০। প্রথম পুরস্কারের পরিমাণ ৬ লাখ টাকা। ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের সম্মেলন কক্ষে আজ রোববার, ৩১ অক্টোবর, এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

prize bond draw১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, ১ম পুরস্কার ০৪৬৯০৮০

বিভাগীয় কমিশনারের অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর হলো ০৪৬৯৯৫৫। ১ লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কারের নম্বর হলো ০৬৪৩১৪৮ ও ০৭৩৭২০১। এ ছাড় প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের বিজয়ীর নম্বর হলো ০০৮৩৬১৫ ও ০৯২১১১১।

এতে আরো বলা হয়, একক সাধারণ পদ্ধতিতে তথা প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর এই ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৬৫টি সিরিজ হলো— কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ এবং গড এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

dhaka divisional commissioner officeঢাকা বিভাগীয় কমিশনারের অফিস

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপরোক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে নিম্নে বর্ণিত সংখ্যার বন্ডগুলো পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে।

৫ম পুরস্কার বা প্রতিটি ১০ হাজার টাকা বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো— ০০১০৭৯৬, ০২৯২০২২, ০৪৪৮৬৩৮, ০৬১৬২৪৩, ০৮৭৩৫৩৬, ০০৭৮৪৩৪, ০৩১৬৭৬২, ০৪৫২৫৬৬, ০৬৪০৭৪৯, ০৮৭৬৯৭১, ০১৩৮৯৮৮, ০৩৭৩৯৪০, ০৫১১২২৯, ০৬৭৭০৮২, ০৯১৮০০৯, ০১৪৯৮৫৫, ০৩৮৮৬৫৫, ০৫২০৯৩২, ০৭৩২৬৪৩, ০৯৪০১৩৮,০১৬৫৮৩৩, ০৩৯১৯১৪, ০৫৩১০৪৮, ০৭৩৪৯২৯, ০৯৫৪২৯৫, ০১৯৫১৪৮, ০৩৯৩১৫০, ০৫৫২৪৭২, ০৭৯৭২৫০, ০৯৫৮৮২৪, ০২৩৪২৩১, ০৩৯৭৪৩০, ০৫৬০২৮০, ০৮২২৯৯৯, ০৯৬৭৯২৭, ০২৭০৩০৪, ০৪৪৫৭১৭, ০৫৯০৬২৪, ০৮৪০০২৭ ও ০৯৭২১৬৩।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.