যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে গ্রাহকদের সব ধরনের ইন্টারনেট সুবিধা উপভোগ করার জন্য গ্রামীণফোন সম্প্রতি তাদের ব্র্যান্ডেড মোবাইল ব্রডব্যান্ড পোর্টফোলিও নিয়ে এসেছে। জিপি ব্র্যান্ডেড মোবাইল পোর্টফোলিওর মধ্যে রয়েছে তিনটি ফোরজি মডেম ও রাউটার, যেগুলো ব্যবহারকারীদের সহজ, দ্রুতগতি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা উপভোগের বিষয়টি নিশ্চিত করবে।

grameenphoneদ্রুতগতি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় গ্রামীণফোনের নতুন ডিভাইস-ফাইল ছবি

এ উপলক্ষে রাজধানীর জিপি হাউসে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) সাজ্জাদ হাসিব; প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) রাদে কোভাসেভিচ এবং হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের সিএমও বলেন, এই সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলি গ্রাহকদেরকে স্বাচ্ছন্দ্যে এবং সর্বাবস্থায় সেরা ফোরজি এক্সপেরিয়েন্স পেতে সাহায্য করবে।

gp pocket routerজিপি পকেট রাউটার

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) রাদে কোভাসেভিচ বলেন, শিক্ষার্থীদের থেকে আরম্ভ করে কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মী পর্যন্ত সকলের জন্য আমরা আমাদের পোর্টফোলিওতে নানা ধরনের ডিভাইস অন্তর্ভুক্ত করেছি। এর ফলে আমাদের গ্রাহকদের বিস্তৃত পরিসরের কাভারেজ সুবিধার বিষয়টি নিশ্চিত হবে এবং এ বিষয়টি আমাদের বিপুল গ্রাহকের মাঝে ইন্টারনেট কানেক্টিভিটির শক্তি ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে।

বাজারে নতুন আসা গ্রামীণফোনের মডেম ও রাউটারগুলো হলো জিপি ফোরজি মডেম জেডটিই এমএফ৮৩৩ভি, জিপি ফোরজি পকেট রাউটার জেডটিই এমএফ৯৩৭ এবং জিপি ফোরজি পোর্টেবল ওয়াইফাই রাউটার জেডটিই এমএফ২৮৩ইউ। এ গ্যাজেটগুলো শহরাঞ্চল ও এর আশপাশের সেমি-আরবান এলাকার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী হবে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.