টুইটারের জনক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জ্যাক ডরসির টুইটারে দেওয়া প্রথম টুইট ২০২১ সালে নিলামে তোলা হয়েছিল। সে সময় ২৯ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকা, টুইটটি কিনে নেন মালয়েশিয়ার ব্রিজ ওরাকল ফার্মের প্রধান নির্বাহী সিনা এসটাভি।

twitter first postটুইটার প্রধান জ্যাক ডরসি -ফাইল ছবি

আবারও আলোচনায় সেই টুইট। এনএফটি মার্কেটপ্লেস ওপেনসি-তে প্রায় ৪৮ মিলিয়ন ডলার বা ৪০৮ কোটি টাকা অফার করা হয়েছে, যা এক বছর আগের মূল্যের ১৬ গুণ। এক টুইটে সিনা এসটাভি এটি বিক্রির ঘোষণা করে জানিয়েছিলেন যে, তিনি নিলাম থেকে আয়ের অর্ধেক দাতব্য প্রতিষ্ঠানে দান করতে চান।

সিনা এসটাভি বলেন, আয়ের ৫০ শতাংশ মানে ২৫ মিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দাতব্য ফাউন্ডেশনকে দান করা হবে। যারা কেনিয়া, উগান্ডা এবং রুয়ান্ডার মানুষের উন্নয়নে এ অর্থ ব্যবহার করবে।

sina estavi bridge oracleব্রিজ ওরাকল ফার্মের প্রধান নির্বাহী সিনা এসটাভি

টুইটার প্রধান জ্যাক ডরসি সিনা এসটাভির কাছে টুইটটি ‘নন-ফানজিবল টোকেন’ (এনএফটি) হিসেবে বিক্রি করেন। এসটাভি টুইটটির ক্রেতা হিসেবে একটি অনন্য ডিজিটাল সনদ পান। সনদে জ্যাক ডরসির ডিজিটাল সই ছিল। সঙ্গে ছিল মূল টুইটের মেটা ডেটা। মেটা ডেটায় অন্তর্ভুক্ত টুইটটি পোস্ট করার সময় এবং টুইটের কনটেন্ট ইত্যাদি।

এনএফটি বিষয়টিও তা–ই। প্রতিটি এনএফটি অনন্য এবং তা সংগ্রহকারীর বিশেষ সম্পদ। এর প্রতিরূপ তৈরি করা যায় না। তাই নকশার দিক থেকে তা দুর্লভ হয়ে যায়। গত বছর থেকে এনএফটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক দামি ডিজিটাল শিল্পকর্ম এভাবে বিক্রি হচ্ছে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.