আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর ফিলিস্তিনে হামলার পরিমাণ অনেক বেড়েছে। আরব দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়ন দখলদার রাষ্ট্রটিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমণ বাড়াতে উৎসাহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। খবর মিডলইস্ট মনিটর।

israeli president isaac herzog meets with the uaes sheikh mohamed bin zayedসংযুক্ত আরব আমিরাতের আমিরের সাথে ইসরায়েলের প্রেসিডেন্ট

ইসরায়েলি অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নীরবতা পালন করে উল্লেখ করে খতিবজাদেহ বলেন, এ ব্যাপারে তার দেশ আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন।

পাশাপাশি এই ইস্যুতে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সাথে বিস্তারিত আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি হানিয়াকে বলেছেন, আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন করা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের নেতিবাচক ফল। তাই তিনি জেরুজালেম ও ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি দখলকারীদের সমর্থন না করার আহ্বান জানান।

israeli warplanes bomb site in gaza stripগাজায় ইসরায়েলি হামলা

ওই আলোচনায় হানিয়া বলেন, ফিলিস্তিনি জনগণের কাছে দুটি বিকল্প রয়েছে- আল আকসার ইহুদিকরণকে মেনে নেওয়া অথবা ইহুদিবাদী সত্তাকে প্রতিহত করা। ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ দলগুলো দ্বিতীয় পথই বেছে নিয়েছে।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ আল আকসা মসজিদে সমবেত হয়ে এটিকে রক্ষা করতে এবং বিপজ্জনক ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিদের প্রতি।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ২০২০ সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন-স্পনসর্ড চুক্তিতে স্বাক্ষর করেছে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.