আপনি পড়ছেন

ভারতে ঘৃণার রাজনীতি বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক শতাধিক আমলা। নরেন্দ্র মোদির প্রতি এক খোলা চিঠিতে তারা লেখেন, দেশজুড়ে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এবং অসহিষ্ণুতার পরিবেশ তৈরির যে চেষ্টা চলছে, তাতে শুধু সংখ্যালঘুরাই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো সংবিধানই। চিঠিতে সই করেছেন অবসরপ্রাপ্ত ১০৮ জন আইএএস, আইএফএস ও আইআরএস কর্মকর্তা। খবর ইন্ডিয়ানএক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।

modi 5ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

খোলা চিঠিতে দিল্লি, আসাম, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে উল্লেখ করা হয়, এসব রাজ্যে যা ঘটছে তা ভারতীয় সংবিধানের মৌলিক নীতি এবং আইনের শাসনের পরিপন্থী। এসব এলাকায় সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। প্রসঙ্গত, চিঠিতে উল্লেখিত প্রতিটি রাজ্যই বিজেপিশাসিত।

চিঠিতে আমলারা লেখেন, প্রজাতন্ত্রের সাবেক বেসামরিক কর্মচারী হিসাবে এসব বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না, কথা বলতে চাই না। কিন্তু আমাদের সাংবিধানিক কাঠামো যে গতিতে ধ্বংস করা হচ্ছে, তাতে আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হচ্ছি।

over 100 ex bureaucrats write to modiমোদির কাছে চিঠি লিখেছেন শতাধিক সাবেক আমলা

আরো লেখেন, বিজেপিশাসিত রাজ্যগুলোতে গত কয়েক বছরে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক সহিংসতা একটি ভীতিকর মাত্রায় পৌঁছে গেছে।

এই পরিস্থিতিতে সমাজের সংখ্যালঘু ও দুর্বল মানুষদের নতুন করে জীবন ও স্বাধীনতার আশ্বাস দেওয়া প্রয়োজন বলে মনে করেন অবসরপ্রাপ্ত এই ১০৮ জন আমলা। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে নিজ পোশাক, খাদ্যাভ্যাস ও সংস্কৃতি ঠিকমতো বজায় রাখতে পারেন, সে জন্য অবিলম্বে সরকাররের তরফ থেকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।

দেশের সংখ্যালঘু, দলিত, দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে এ সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে ঘৃণার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বলে ওই খোলা চিঠিতে উল্লেখ করা হয়েছে। নিজেদের অভিজ্ঞতার আলোকে তারা বলেন, খুবই পরিকল্পিতভাবে তাদেরকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সর্বোচ্চ স্তরের রাজনৈতিক অনুমোদন ছাড়া এমনটা ঘটা অসম্ভব। এগুলোর পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি’ রয়েছে বলে মনে করেন তারা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন, দিল্লির সাবেক লেফটেন্যান্ট গভর্নর নজীব জং, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং, সাবেক স্বরাষ্ট্র সচিব জি.কে. পিল্লাই, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রিন্সিপাল সেক্রেটারি টি. কে. এ. নায়ার প্রমুখ।

চিঠির শেষে স্বাধীনতার অমৃত মহোৎসবের আবহে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। আশাবাদ ব্যক্ত করা হয়, ‘আজাদি কা অমৃত মহোৎসবের’ এই বছরে দলগত বিবেচনার ঊর্ধ্বে উঠে দলের নিয়ন্ত্রণাধীন রাজ্যগুলো থেকে ঘৃণার রাজনীতি অবসান ঘটাবেন মোদি।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.