সামাজিক নেতৃত্বের ক্ষেত্রে গুণগত উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে 'সফট স্কিল ফেস্ট-২০১৮' অনুষ্ঠিত হয়েছে। শনিবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একাত্তর মিলনায়তনে সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভলপমেন্ট (এসএলএসডি) এবং বোল্ড-এর কৌশলগত ও সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠিত ফেস্টটি আয়োজন করে বিএসডিআই।

soft skill fest

এতে সভাপতিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান। বোল্ড-এর মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'শিল্পায়নে সফট স্কিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা' তুলে ধরে বক্তব্য রাখেন ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেসন্স (এফবিএইচআরও) এর সভাপতি মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিএসডিআই-এর উপদেষ্টা কে এম হাসান রিপন।

এতে উপস্থিত থেকে সফট স্কিলের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন- দেশের বিখ্যাত সফট স্কিল বিশেষজ্ঞ ও প্রশিক্ষক কাজী এম আহম্মেদ, যীশু তরফদার, রুশদীনা খান, হুমাইরা শারমিন, মুনির খান, মিডিয়া ব্যক্তিত্ব আশরাফ কাইসার ও সৈদ ইশতিয়াক রেজা, ইসলামি ব্যাক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি তাহের আহম্মেদ চৌধুরী, লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেডের সিইও হাসান জাবেদ চৌধুরী, স্বপ্নের সিইও ছাব্বির নাসির, ইগলু আইসক্রিমের সিইও জিএম কামরুল হাসান প্রমুখ।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.