আপনি পড়ছেন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর নতুন করে নিপীড়ন শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ২৫ অগাস্ট ছড়িয়ে পড়া সহিংসতার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার রোহিঙ্গা অধিবাসী মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। আর মিয়ানমারের সরকারি স্বীকারোক্তিতে ৪০০ মানুষ নিহত ও ২৬০০ বেশি ঘর-বাড়ি পুড়িয়ে দেয়ার কথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভন্ন প্রান্ত থেকে এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। নিপীড়ন বন্ধ করার জোরালো দাবি জানানো হয়েছে। নিপীড়ন ও গণহত্যা বন্ধে দেশে দেশে প্রতিবাদের যে চিত্র উঠে এসেছে তা নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরা হলো।

indonesia for rohingya2

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রোহিঙ্গা হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধের দাবিতে মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করার চেষ্টা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিক্ষোভকারীরা মিয়ানমারের কূটনৈতিক মিশনের সামনে সমাবেশ করে।

indonesia for rohingya

এসময় বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়া থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি তোলেন। বিক্ষোভে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধের দাবিতে শ্লোগান দেন এবং বিক্ষুব্ধরা মিয়ানমারের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেন।

hate sukyi

মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিশ্বের বৃহত্তম এই মুসলিম প্রধান দেশটির জনগণের মধ্যে ক্রমেই ক্ষোভ ও নিন্দা বাড়ছে। শনিবার বিক্ষোভের পরপরই মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলা চালানোর ঘটনা ঘটেছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যার ঘটনায় বিক্ষুব্ধ কেউ এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

srilanka for rohingya

শনিবার শ্রীলঙ্কার জাফনাতে তামিল মুসলমানরা রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদ জানিয়েছেন। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ ও মানবন্ধন করে রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা বলেন, ‘মিয়ানমার সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। অথচ বিশ্ব তাদেরকে কোন চাপ দিচ্ছে না।’

Malaysia for rohingya

গত বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে রোহিঙ্গা মুসলিমসহ দেশটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ করেছেন। প্রায় ১ হাজার ২০০ বিক্ষোভকারী জমায়েত হয়ে মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা বন্ধের দাবি জানান।

rasia for rohingya

রোহিঙ্গা গণহত্যা বন্ধে রবিবার, ৩ সেপ্টেম্বর রাশিয়ার মস্কোতে অবস্থিত মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দূতাবাস ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। ব্যাপক পুলিশ উপস্থিতির মধ্যেই বিক্ষোভকারীরা ‘আল্লাহু আকবার’ (আল্লাহ মহান) বলে স্লোগান দেন এবং রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা বন্ধের দাবি জানান।

অন্যদিকে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে সোমবার রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির মুসলিম নেতা রামজান কাদিরভ জানিয়েছেন, তাঁরা মিয়ানমারের মুসলমান ভাই ও বোনদের জন্য বিশেষ প্রার্থনা করবেন।

Boris Johnson Aung San Suu Kyi

এদিকে শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘দেশটির ‘ডি ফ্যাক্টো নেতা’ আং সান সু চি চলমান সহিংসতা বন্ধ করে দেশকে ঐক্যবদ্ধ করবেন।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বেশ কয়েকটি মুসলিম দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাপকালে রোহিঙ্গাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে তাদের সাথে কথা বলেছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসগলু বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহযোগিতার জন্য তুরস্ক ৭০ মিলিয়ন ডলার দিয়েছে। অনেক বড় বড় মুসলিম দেশ বিভিন্ন বিষয়ে কথা বলে, তারা এখন কোথায়? তারা চুপ কেন?

রবিবার ইরানের সংসদের স্পিকারের উপদেষ্টা হোসেন আমির আব্দুল্লাহিয়ান টুইটারে লিখেছেন, ‘মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। মিয়ানমারের মুসলমানদের জন্য এখন জরুরি ভিত্তিতে মানবিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। অথচ মুসলিম দেশগুলোসহ বিশ্ব নিরব ভূমিকা পালন করছে।’

রোহিঙ্গা মুসলিমদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পরররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পাকিস্তান রোহিঙ্গা মুসলিমদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ও রোহিঙ্গা হত্যাযজ্ঞের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে।

রোবাবর জাতিসংঘ সৌদি মিশন এক টুইট বার্তায় রোহিঙ্গা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। টুইটে বলা হয়েছে, ‘মুসলিম উম্মাহর নেতা হিসেবে সৌদি আরবের দায়িত্ব রয়েছে। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সম্প্রতি যে নিষ্ঠুরতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার নিন্দা জানিয়ে সৌদি আরব একটি রেজ্যুলেশনের প্রস্তাব দিয়েছে।’

এতে আরও বলা হয়, ‘সোদি আরব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিরাপত্তা পরিষদের এজেন্ডাতে নেওয়ার জন্যও সৌদি আরব আহ্বান জানিয়েছে। রোহিঙ্গা মুসলমানদের বর্তমান সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে চেষ্টা চালিয়ে যাবে সৌদি আরব।’

সূত্র: আরব নিউজ, তামিল গার্ডিয়ান, জাকার্তা পোস্ট, আরটি, পার্স টুডে, আনাদোলু, বিবিসি, ডন, আল-আরাবিয়া, এএফপি।  গ্রন্থনা করেছেন:  এম.এস.আই খান।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.