টিকিট কেটে বিমানে উঠে যদি দেখেন যাত্রী আপনি একা? কেমন লাগবে একটু ভাবুন তো? অবাক তো হবেনই, ভয়ও পেতে পারেন। তবে স্কটল্যান্ডের লেখিকা কিন্তু ভয় পাননি, তিনি অবাক হবার সাথে সাথে খুশিও হয়েছিলেন। আর তা টুইটারে ভ্রমনের মাঝপথেই জানিয়েছিলেন। জেট টু বিমান সংস্থার বিমানে চড়ে গ্লাসগো থেকে ক্রিট দ্বীপে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে।

only one passenger in plane

স্কটল্যান্ড বসবাসরত ক্যারন গ্রিভি একজন লেখিকা, তার সিরিজের পরবর্তী লেখাটি লেখার জন্য তিনি গ্রীসের দ্বীপে যাওয়ার সময় বিমান বন্দরে গিয়ে কোন যাত্রীর দেখা পাননি। অপেক্ষার এক পর্যায়ে বিমানে উঠে সবচেয়ে অবাক হন। বিমানে উঠে আবিষ্কার করেন যাত্রী তিনি একাই!

only one passenger in plane 01

প্রায় দুইশত যাত্রী ধারণক্ষমতার বিমানের মাত্র তিনটি টিকিট বিক্রি হলেও শেষ মুহূর্তে বাকী দুই যাত্রী তাদের টিকিট ক্যান্সেল করেন বলে জানায় কর্তৃপক্ষ। সুতরাং লেখিকাকে ভ্রমন করতে হয় একাই। তবে এতে তিনি মোটেও বিরক্ত হননি। কেননা বিমানের সকল স্টাফই ছিলেন আড্ডাবাজ, তার সময়টা তাই বেশ ভালোই কাটে বলে জানান তিনি।

karon grieve

সবার সাথে খুবই আনন্দময় সময় কাটিয়ে সাড়ে চার ঘন্টার ভ্রমন শেষ করেন তিনি। আর টুইট করে জানিয়ে দিতেও ভুল করেননি। তিনি আরো বলেন, এটি একটি বিরল অভিজ্ঞতাও বটে।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.