রাতারাতি কেউ ধনী হয়ে গেলে সমাজের মানুষ তাকে সন্দেহের চোখে বলে ‘আঙ্গুল ‍ফুলে কলাগাছ’ বনে গেছে। হঠাৎ বড়লোক হওয়া অর্থে ব্যবহৃত এই শব্দগুচ্ছ এবার সত্যি সত্যি ঘটে গেল ভারতে। তবে কোনও এক ব্যক্তি নয় এক রাতের মধ্যে গোটা একটা গ্রামের প্রায় সবাই এখন কোটিপতি!

dolar or taka logo

অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের অরুণাচলপ্রদেশ ও ভুটান সীমান্তের কাছে অবস্থিত প্রত্যন্ত গ্রাম ‘বোমজা’য়। এটি এখন ভারতের অন্যতম ধনী গ্রাম। দিল্লির কাছে সোনপতের রাধাধনা গ্রাম ‘কোটিপতিদের গ্রাম’ বলে খ্যাত হলেও সেখানেও রয়েছে কিছু ভূমিহীন দলিত পরিবার। সেখানে প্রায় সবাই কোটিপতি হয়েছে।

এক রাতে গ্রামের সবাই যেভাবে কোটিপতি: তাওয়াং জেলার অন্তর্গত বোমজা গ্রামে কোন গরিব নেই। এটি এখন শতভাগ কোটিপতিদের গ্রাম। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, অরুণাচলের এক দিকে চীন এবং অন্য দিকে ভুটান। মাঝখানে গুরুত্বপূর্ণ জেলা তাওয়াং।

চীন সীমান্তের কাছাকাছি অবস্থিত তাওয়াংয়ে একটি শক্ত সেনা ঘাঁটি নির্মাণ করা ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘ দিনের পরিকল্পনা। কিন্তু ‘তাওয়াং গ্যারিসন’ তৈরির জন্য সেনাবাহিনীকে জমি দিতে রাজি ছিল না গ্রামবাসী। পাহাড়ী এ গ্রামটির জমি স্থানীয়দের কাছে ‘পবিত্র সম্পদ’। কারণ পাহাড়ে চাষবাষ করাই তাদের একমাত্র পেশা।

সেনাবাহিনী তাদের বোঝানোর চেষ্টা করে, পাহাড়ি এলাকার ২০০.০৫৬ একর জমির মালিকানা ধরে রেখে মনে শান্তি থাকলেও এ থেকে তাদের খুব একটা আর্থিক আয় হয় না। তাই ওই জমিগুলো দেশের নিরাপত্তার স্বার্থে প্রদান করলে বিনিময়ে মিলবে মোটা অঙ্কের টাকা।

কিন্তু আর্থিক প্রলোভনেও কাজ হয়নি। তাওয়াংয়ের জেলাশাসক সাং ফুন্টসকের বলেন, ‘প্রায় ছয় বছর ধরে বোমজাবাসীদের সঙ্গে আলাপ-আলোচনা চলে। অবশেষে কিছুদিন আগে তাদের রাজি করানো গেছে।

সম্প্রতি তাদের ক্ষতিপূরণ ও জমি অধিগ্রহণ প্যাকেজে প্রতিরক্ষামন্ত্রী স্বাক্ষর করার পর বুধবার বিকালে মুখ্যমন্ত্রী তথা তাওয়াংয়ের ভূমিপুত্র পেমা খান্ডু বোমজা গ্রামবাসীর হাতে মোট ৪০ কোটি ৮০ লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকার চেক তুলে দেন। ফলে গ্রামের ৩১টি পরিবারের মধ্যে ২৯টি পরিবার সমান হারে ১ কোটি ৯ লক্ষ ৩ হাজার ৮১৩ টাকার চেক পেলেন। বাকি দুই পরিবারের মধ্যে একটি পরিবার পেয়েছে দুই কোটি ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৮৬ টাকা এবং সবচেয়ে বেশি জমির মালিক পেয়েছে ছয় কোটি ৭৩ লক্ষ ২৯ হাজার ৯২৫ টাকা! আর এ টাকা প্রাপ্তির মধ্য দিয়েই রাতারাতি কোটিপতি বনে গেল গোটা গ্রামবাসী!

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.