প্রাকৃতিক দুর্যোগ, শারীরিক অসুস্থতা - কিছুই বাধা হতে পারেনি শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীনের সামনে। প্রতিষ্ঠানের প্রতি অটুট ভালোবাসায় ছুটি কী জিনিস - তা ভুলেই গেছেন তিনি। দীর্ঘ ২৫ বছর ধরে একদিনের জন্যও ছুটি না নিয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

jainal abedinজয়নাল আবেদীন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত ওয়াছি উদ্দিন খাঁনের ছেলে জয়নাল আবেদীন শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদরাসার 'আরবি' বিভাগের সহকারী অধ্যাপক। ১৯৮৮ সালের জানুয়ারিতে তিনি ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন। ছয় বছর পর ১৯৯৪ সালে বেতনভুক্ত হন। এরপর ১৯৯৯ সালের শেষের দিকে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান। সেই সময় থেকে তিনি সরকারি ছুটি ছাড়া কখনোই শিক্ষকতায় অনুপস্থিত ছিলেন না।

জয়নাল আবেদীন বলেন, "ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানের উন্নয়নে এতটাই মনোযোগী হয়ে পড়ি যে ছুটি কী জিনিস তা ভুলেই গিয়েছিলাম। পরবর্তীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব ছেড়ে দিলেও প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছিল তা আর ছুটেনি। তাই কখনো কোনো ধরনের ছুটি নেওয়া হয়নি। এমনকি রাতে অসুস্থ হয়ে পড়লেও সকালে মাদরাসায় যাওয়ার কথা ভাবতেই মানসিকভাবে সুস্থ হয়ে ওঠি। প্রতিষ্ঠানটির মায়ায় এতটাই জড়িয়ে গেছি যে চাইলেও না এসে থাকতে পারি না।"

শুধু নিজেই নয়, জয়নাল আবেদীন মাদরাসার অন্য শিক্ষক-শিক্ষার্থীদেরও ছুটি না নিতে উৎসাহিত করে থাকেন। শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মো. গিয়াস উদ্দিন বলেন, "জয়নাল আবেদীন সাহেব ইচ্ছে করলে অন্য শিক্ষকদের মতো প্রতি বছর ২১ দিন করে ছুটি কাটাতে পারেন। দীর্ঘ ২৫ বছরে তার প্রাপ্য ছুটি ছিল ৫২৫ দিন। কিন্তু সে ছুটি তিনি নেননি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। তিনি শিক্ষক সমাজের গর্ব।"

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.