শক্তিশালী এম২ চিপসেটে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আইপ্যাড প্রো’র আপডেট সংস্করণ ঘোষণা করেছে। নতুন আইপ্যাড প্রো ১১ ইঞ্চি এবং ১২.৯ ইঞ্চি দুইটি সংস্করণে এসেছে। ডিভাইগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য রয়েছে ওয়াইফাই ৬ই প্রযুক্তি পাশাপাশি অ্যাপল পেন্সিলের অভিজ্ঞতা নিতে রয়েছে হোভার সুবিধা।

apple ipad proঅ্যাপল আইপ্যাড প্রো

নতুন আইপ্যাড প্রোতে রয়েছে উন্নত মানের ক্যামেরা। ক্যামেরায় স্মার্ট এইচডিআর ৩ থেকে স্মার্ট এইচডিআর ৪-এ আপগ্রেডও করা হয়েছে। ডিভাইসের রিয়ার ক্যামেরায় রয়েছে ডুয়াল ক্যামেরা। ১২ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর ও ১০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ফ্রন্টে থাকছে ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা।

এম২ চিপসেট আগের এম১ চিপসেটের তুলনায় ১৫ গুণ অধিক দ্রুতগতির। অ্যাপল দাবি করেছে, ১০ কোর জিপিইউ আগের তুলনায় ৩৫ শতাংশ দ্রুতগতিতে গ্রাফিক্স পারফরমেন্স দেবে এবং ৪০ শতাংশ মেশিন লার্নিং। এছাড়া পরিচালনার ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ১০ শতাংশ এবং ৫০ শতাংশ অধিক ইউনিফায়েড মেমরি ব্যান্ডউইডথ রয়েছে।

এছাড়াও আইপ্যাড প্রো এলটিই মডেলগুলোতে ব্লুটুথ ৫.৩ এবং ফাইভজি সংযোগ রয়েছে।

আইপ্যাড প্রো ২৬ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে। ১১ ইঞ্চি আইপ্যাড প্রো ওয়াই-ফাই মডেলের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ হাজার টাকা, একই ডিসপ্লের এলটিই ভার্সনের বাজার মূল্য ৯৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫ হাজার টাকা। ১২.৯ ইঞ্চি ওয়াই-ফাই আইপ্যাড প্রো মডেল দাম ১০৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা। এটির এলটিই ভার্সনের বাজার মূল্য ১২৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৭ হাজার টাকা।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.