মৃত্যু পরবর্তী পরিণতি নিয়ে অধিকাংশ মানুষ নিজ নিজ ধর্মের মতাদর্শে বিশ্বাসী। কোনো ধর্ম বলে জীবন একটাই, এরপর আছে শুধু পরকাল। আবার কিছু ধর্ম পুনর্জন্মে বিশ্বাস স্থাপনের নির্দেশ দেয়। এছাড়াও কিছু মানুষের থাকে নিজ দর্শনে বিশ্বাস। সেসব বিশ্বাস ব্যক্তিভেদে হয় নানা রকম। কিন্তু মৃত্যুর পরের অধ্যায়টা মেনে নেননি যুক্তরাজ্যের এক কিশোরী। তার বিশ্বাস, দেহ নশ্বর নয়। মৃত্যুর পর অদূর ভবিষ্যতে হয়তো তার দেহে প্রাণ আসবে। তার এই বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আদালত তার মৃতদেহ সংরক্ষণের অনুমতি দিয়েছে।

cryogenics human dead body

লন্ডনে বসবাসকারী এই কিশোরী গত অক্টোবরে মাত্র ১৪ বছর বয়সে মারা যায়। মৃত্যুর আগে সে এই ইচ্ছা প্রকাশ করে আদালতে একটি চিঠি পাঠায়। সেখানে সে তার শেষ ইচ্ছা ব্যক্ত করে লেখে, ‘আমার বয়স মাত্র ১৪ বছর এবং আমি মরতে চাই না। আমি চাই না আমাকে মাটি চাপা দেয়া হোক। আমার বিশ্বাস, আজ থেকে ১০০ বছর পরে হলেও ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে আমাকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে।'

গত বছরের আগষ্ট মাসে ক্যান্সার ধরা পরে তার। কিন্তু বেঁচে থাকার প্রবল ইচ্ছা ছাড়তে পারেনি সে। বিজ্ঞানের অগ্রগতির প্রতি আস্থা রাখে সে। ইন্টারনেটের মাধমে ক্রায়োপ্রিজারভেশন সম্পর্কে বিস্তারিত জেনে সে এই ইচ্ছা তার মাকে জানায়। কিন্তু মেয়েটির বাবা এতে রাজি হন না। বাবা-মায়ের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। মতের মিল না হওয়া বাবা আদালতে নালিশ জানান। এই প্রক্রিয়ার খরচ বহন নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। এছাড়াও তার যুক্তি ছিল, মেয়ের ধারণা যদি সত্যিও হয় তবে এতো বছর পর বেঁচে উঠে সে তার পরিবার, পরিচিতজনদের কাউকে পাবে না। অতীত কোন স্মৃতিও মনে থাকবে না ওর। তবে এমন সংরক্ষণের অর্থ কি!

আদালতের রায় না শুনেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় কিশোরীটিকে। তবে তার মৃত্যুর পর বিচারপতি পিটার জ্যাকসন মা এবং মেয়ের পক্ষেই রায় দেন। তিনি কিশোরীর শেষ ইচ্ছে অনুযায়ী তার মৃতদেহ সংরক্ষণের আদেশ দেন। আদালত বলেন, 'মৃত্যুর পর মেয়েটির মৃতদেহের উপর একমাত্র মায়েরই অধিকার থাকবে। তিনি যদি কখনো চান তবে সৎকার করতে পারবেন।'

বর্তমানে তরল নাইট্রোজেনে ডুবে আছে কিশোরীর মৃতদেহটি। সে মাটির নিচে চাপা পড়ার বদলে এমন তরলে ভেসে থাকাটাকে অপেক্ষাকৃত কম ভয়ের মনে করেছিল। ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস তরল নাইট্রোজেনে পরিণত হয়। নাইট্রোজেনের হিমাংক ২১০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় অগণিত শতাব্দি ধরে জীবদেহ অবিকৃত রাখা সম্ভব। আর এই প্রক্রিয়ায় দেহ সংরক্ষণে অসীম সময়ের জন্য খরচ পড়ে ৩৭ হাজার ডলার।

আপনি আরও পড়তে পারেন

নিজের কবর নিজেই খুঁড়েছেন ৯০ বছরের জিমি

রাজমিস্ত্রির অ্যাকাউন্টে একদিনে ৬২ লাখ টাকা!

২৭ বছর বয়সে সারা বিশ্ব ঘুরে ফেলেছেন এক নারী

গালাগালিতে এগিয়ে নারীরা!

শুধু সিটে বসে থাকলেই গাড়ি পৌঁছে দেবে গন্তব্যে!

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.