পুরোনো বেশকিছু ফোনে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সেবা বন্ধ হতে চলেছে। আগামীকাল থেকে ৩৫টি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এ তালিকায় আইওএস, অ্যান্ড্রয়েড দুই ধরনের ডিভাইসই রয়েছে।

whatsapp 1হোয়াটসঅ্যাপের লোগো

যাদের স্মার্টফোনের অপারেটিং সিস্টেম বেশ পুরোনো, তারাই এই সমস্যার মুখোমুখি হবেন। অ্যান্ড্রয়েড ফোনের জন্য ওএস ৪.০.৩ বা তার পরের ভার্সন থাকতে হবে। আর আইফোনের ক্ষেত্রে আইওএস ১২.০ বা পরের ভার্সন ইনস্টল থাকতে হবে।

একগুচ্ছ ফোনের লিস্টও ইতোমধ্যেই ফাঁস হয়েছে, যেসব ফোনে ১ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

যেসব ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না

১) আইফোন ৬এস, ২) আইফোন ৬এস প্লাস, ৩) আইফোন এসই, ৪) স্যামসাং গ্যালাক্সি কোর, ৫) স্যামসাং গ্যালাক্সি ট্রেড লাইট, ৬) স্যামসাং গ্যালাক্সি এসিই ২, ৭) স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ৮) স্যামসাং গ্যালাক্সি ট্রেড ওয়ানআই, ৯) স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ২, ১০) ভিঙ্ক ডার্কনেইট ১১, ১১) আর্কোস ৫৩ প্লাটিনাম, ১২) জেডটিই ভি৯৫৬, ১৩) জেডটিই গ্র্যান্ট এস ফ্লেক্স, ১৪) জেডটিই গ্র্যান্ড মেমো, ১৫) হুয়াওয়ে অ্যাসেন্ড মেট ১৬, ১৬) হুয়াওয়ে অ্যাসেন্ড মেট জি৭৪০, ১৭) হুয়াওয়ে অ্যাসেন্ড মেট ডি২, ১৮) এলজি অপটিমাস এল৩ ওয়ানঅই ডুয়েল, ১৯) এলজি অপটিমাস এল৫ ওয়ানআই, ২০) এলজি অপটিমাস এফ৫।

২১) এলজি অপটিমাস এল৩ ওয়ানআই, ২২) এলজি অপটিমাস এল৭আইআই, ২৩) এলজি অপটিমাস এল৫ ডুয়েল, ২৪) এলজি অপটিমাস এল৫ ডুয়েল, ২৫) এলজি অপটিমাস এল৭ ডুয়েল, ২৬) এলজি অপটিমাস এফ৩, ২৭) এলজি অপটিমাস এফ৩ কিউ, ২৮) এলজি অপটিমাস এল২ ওয়ানআই, ২৯) এলজি অপটিমাস এল৪ ওয়ানআই, ৩০) এলজি অপটিমাস এফ৬, ৩১) এলজি লুসিড ১, ৩২) এলজি লুসিড ২, ৩৩) এলজি অপটিমাস এফ ৭, ৩৪) সনি এক্সপিয়ারা এম, ৩৫) লেনোভো এ৮২০।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.