আপনি পড়ছেন

মালয়েশিয়ায় পেনাং শহরের একটি নির্মাণাধীন ভবন মঙ্গলবার রাতে ধসে পড়ে। এতে তিনজন বাংলাদেশি শ্রমিক নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করছেন।

3 die after building under construction collapses in penangছবি - সংগৃহীত

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় নিহতদের শনাক্তের কাজ শুরু করেছে বাংলাদেশ কনস্যুলেট। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এই ভবন ধসে পড়ে। ভবনটিতে ৯ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছিলেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছার পর পাঁচজন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হন।

মালয়েশিয়ার পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, ‘ভবনটিতে কাজ করা শ্রমিকদের সবাই বাংলাদেশি ছিলেন। এখন পর্যন্ত আমরা তিনজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছি। গুরুতর আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া চারজন শ্রমিকের সন্ধানে কাজ করছি। আমাদের উদ্ধারকারী দল যথাসাধ্য চেষ্টা করছেন।’