আপনি পড়ছেন

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা আগামী বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

logo directorate general of medical education dgmeস্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লোগো

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিগগিরই ভর্তির নীতিমালা সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

ভর্তি কমিটির এই সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সব অংশীজন অংশগ্রহণ  করেছে।  

২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সাধারণত এই পরীক্ষার ফল প্রকাশের এক থেকে দেড় মাসের মধ্যেই এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

এদিকে চলতি বছর সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে সরকার আরও এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করেছে। এর ফলে এবার মোট আসন সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৮০টি হয়েছে।