আপনি পড়ছেন

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

ssc exam 22এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র (ফাইল ফটো)

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, পরীক্ষার রুটিন (সময়সূচি) আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রুটিনে দেখা যায়, সারাদেশে একযোগে ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে তিন ঘণ্টার পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।

ssc routin 24

এরপর ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষের আনুমানিক দুই মাসের মধ্যে ফল প্রকাশিত হবে।

চলতি বছরের অর্থাৎ, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল। এতে মোট ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয় । পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় ২৮ জুলাই ফল প্রকাশিত হয়।