আপনি পড়ছেন

রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার বিতর্ক এড়াতে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের পরিকল্পনা করছে সরকার।

mohibul hassan chowdhury nowfelমহিবুল হাসান চৌধুরী নওফেল

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা জানান।

তিনি বলেন, ‘বছরে ৫২টি শনিবার আছে। আগামীতে চেষ্টা করবো সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে রমজানে মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যায়।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে অনেক ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে। সেই বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের অপ্রয়াস বন্ধ করতেই আমরা এই পরিকল্পনা করছি।’

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।