আপনি পড়ছেন

চলমান গরমের কারণে আগামী ২৭শে এপ্রিল পর্যন্ত সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

logo ministry of educationশিক্ষা মন্ত্রণালয়ের লোগো

রমজান, ঈদু ফিতর এবং অন্যান্য ছুটির কারণে ২৬ দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু বর্তমান তীব্র গরমের কারণে ছুটি বাড়ানো হয়েছে।

গত শুক্রবার আবহাওয়া অধিদপ্তর দেশব্যাপী তিন দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করার পর বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আহ্বান উঠেছিল।

উল্লেখ্য, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া পাঁচ দিন তাপপ্রবাহের এই অবস্থা অপরিবর্তিত থাকতে পারে।