আপনি পড়ছেন

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা সে বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যাচাইকৃত ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

logo ministry of educationশিক্ষা মন্ত্রণালয়ের লোগো

মন্ত্রণালয় তাদের যাচাইকৃত ফেসবুক পেজে লিখেছে, ‘শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অস্থায়ীভাবে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।’

এর আগে, মঙ্গলবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর ফাইনাল রাউন্ডে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্কুলের জন্য নির্ধারিত একটি কর্মদিবস আছে। কিছুদিন বন্ধ থাকার কারণে প্রয়োজনীয়তার ভিত্তিতে এখন আমরা শনিবার স্কুল খোলা রেখেছি। এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির দিনে পাঠদানের জন্য এমন সিদ্ধান্ত আগেও ছিল, ভবিষ্যতেও প্রয়োজনে এমন সিদ্ধান্ত থাকবে। এটা নতুন কিছু নয়।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রার তারতম্য রয়েছে। এখন দেশের উত্তর-পূর্বাঞ্চলে অন্যান্য অংশের তুলনায় তাপমাত্রা কম। কিন্তু কয়েক দিনের মধ্যেই বন্যার কারণে সেখানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হবে। সেজন্য, শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবারেও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।