আপনি পড়ছেন

ramadan big

মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য পাওয়ার উপায় হলো ইবাদত করা। আর ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো রোজা, যা আল্লাহ তাঁর বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন,

‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজাকে ফরয করা হল, ঠিক যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরয করা হয়েছিল। যাতে তোমরা সংযমশীল হতে পারো। (আল কুরআন, সূরা বাক্বারাহ, আয়াত নং ১৮৩)

আল্লাহ তায়ালা আরও বলেন, ‘রমজানের মাস হলো সেই মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য পথপ্রদর্শক এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী এক নির্ভুল মানদণ্ড। অতএব তোমাদের মধ্যে যারাই এ মাসের সাক্ষাৎ পাবে তারা যেন অবশ্যই সিয়াম পালন করে।’ (আল কুরআন, সূরা বাক্বারাহ আয়াত নং ১৮৫)

নিঃসন্দেহে রোজা আল্লাহর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি একটি বিশেষ নেয়ামত। রোজা পালনের পুরষ্কার আল্লাহ নিজে তাঁর বান্দাদের প্রদান করার অঙ্গীকার করেছেন। এ সম্পর্কে হাদীসে কুদসীতে আল্লাহ তাআলা বলেন, ‘বনী আদমের প্রতিটি আমল তার নিজের জন্য, শুধূ রোজা ছাড়া। রোজা আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব।’ অন্য একটি  বর্ণনায় বলা হয়, ‘আমিই তার প্রতিদান হব।’ (বুখারী ও মুসলিম)

আপনি আরো পড়তে পারেন

‘যে রোজা পায়, সে যেনো রোজা রাখে’

‘রোজায় ঈমানদারদের রিজিক বাড়িয়ে দেয়া হয়’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর