ইসলাম ধর্মের অন্যতম একটি ইবাদত হচ্ছে রোজা। সারা বিশ্বব্যাপী প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান রাতের তৃতীয় প্রহর থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরণের পানাহার ও ভোগ-বিলাস থেকে বিরত থেকে এই ইবাদত পালন করেন। দেশ বা সংস্কৃতিভেদে রোজার আলাদা কোনো নিয়ম নেই। প্রত্যেকটি দেশেই সূর্যের উদয়-অস্তের উপর ভিত্তি করে এই রোজা পালন করা হয়।

সূর্যের উপর ভিত্তি করে রোজা রাখায় ভৌগলিক কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রোজার সময়কালও ভিন্ন। কোনো কোনো দেশে পানাহার থেকে বিরত থাকার সময় মাত্র ১০ ঘণ্টা হলেও এমনও দেশ রয়েছে যেখানে রোজার সময় হবে ২২ ঘণ্টা!

পৃথিবীর বেশিরভাগ দেশেই রোজা শুরু হয়েছে ১৮ জুন। এই সময়ের সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে দেখে নিন, পৃথিবীর কোন দেশে রোজা রাখার সময় কতোটুকু।

এ বছর বাংলাদেশে রোজা রাখতে হবে কমবেশি ১৫ ঘণ্টার মতো। সবচেয়ে কম সময় রোজা রাখবেন চিলির অধিবাসীরা। তাদের রোজার সময় হবে ৯ ঘণ্টা ৪৩ মিনিট। একই সারিতে অবস্থানের কারণে অস্ট্রেলিয়ার সিডনিতেও রোজার সময় কম। মাত্র ১১ ঘন্টা ২৪ মিনিট ।

ব্রাজিলেও রোজার সময়কাল কম। মাত্র ১২ ঘণ্টা ৪১ মিনিট। ইন্দোনেশিয়ায় ১৩ ঘণ্টার একটু বেশি। মালয়েশিয়ায় ১৩ ঘণ্টা ৩৪ মিনিট। বাংলাদেশের পাশের দেশ ভারতে রোজা রাখতে হবে ১৪ ঘণ্টা ৩৯ মিনিট। আমেরিকার লস এঞ্জেলসে রোজার সময় ১৫ ঘণ্টা ৪৯ মিনিট। অপরদিকে একই দেশ হলেও ভৌগলিকভাবে দূরে অবস্থিত হওয়ায় আমেরিকার নিউইয়র্ক ও আলাস্কায় রোজার সময়ের পরিমাণ যথাক্রমে ১৬ ঘণ্টা ৪৬ মিনিট ও ১৯ ঘণ্টা ৪৫ মিনিট।

মিশরের রাজধানী কায়রোতে রোজা রাখতে হবে ১৫ ঘণ্টা ৫১ মিনিট। এছাড়া মরক্কো ও ইরানে রাখতে হবে যথাক্রমে ১৬ ঘণ্টা ১০ মিনিট ও ১৬ ঘণ্টা ১৮ মিনিট।

সমুদ্রের রাণী ইংল্যান্ডে রোজা রাখতে হবে ১৮ ঘণ্টা ৫৫ মিনিট, অর্থাৎ প্রায় ১৯ ঘণ্টা। এ জন্যই ব্রিটেনে একটি মুসলিম সংগঠন এ বছর দেশটিতে রোজা রাখার সময় কিছুটা কমিয়ে আনতে অনুরোধ করেছিলো।

সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে আইসল্যান্ডের রিকজাভিকে। পাক্কা ২২ ঘণ্টা রোজা রাখতে হবে দেশটিতে।

 

আপনি আরও পড়তে পারেন

ডিজনির থিম পার্কে সেলফি স্টিক নিষিদ্ধ

সূর্যাস্ত না হওয়ার দেশে রোজা

মরক্কোর ‘ভাসমান’ মসজিদ

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.