১৯১২ সালে আইস বার্গের ধাক্কায় উত্তর আটল্যান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল আলোচিত বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটাইনিক। ডুবে যাওয়ার আগে জাহাজের যাত্রীরা যে মেন্যু দেখে শেষ বারের মত খাবারের অর্ডার দিয়েছিলেন সেই মেন্যুই এবার উঠানো হলো নিলামে।

titanic denner menu

নিলামে তোলা খাবারের মেন্যুটি দেখেই দেখে বোঝা যাচ্ছে কত অভিজাত শ্রেণি অবস্থান করছিল জাহাজটিতে । খাবার হিসেবে দেখা মেন্যুতে রাখা আছে ঝিনুক, মাংসের টুকরো বা স্টেক, হাসের বাচ্চার রোস্ট সহ ডিম পাশাপাশি মাংস আর সবজির নানা আকর্ষণীয় পদ। ওয়ার্ল্ডরফ পুডিং এর মত বিশেষ মজাদার মিষ্টি জাতীয় খাবারও মেন্যুতে স্থান পেয়েছিল।

মেন্যুটি এখনো বিক্রি না হলেও এটির শেষ পর্যন্ত দাম উঠেছে এক লাখ উনিশ হাজার ডলার। তবে কর্তৃপক্ষ মেন্যুটির আরো দ্বিগুণ দাম উঠবে বলে মনে করছেন।

১৯১২ সালের ১৪ এপ্রিলে কয়েক ঘন্টা ধরে প্রায় ২২২৪ জন যাত্রী নিয়ে আটলান্টিকের বুকে ডুবে যায় জাহাজটি।

 

আপনি আরো পড়তে পারেন 

মস্তিষ্কে জীবন্ত কৃমি নিয়ে চলাফেরা!

দাবী আদায়ের লক্ষ্যে পনেরো বছর ধরে অনশন কর্মসূচী!

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.