আপনি পড়ছেন

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০২০) ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ১০৩৪৯ আসনের বিপরীতে পরীক্ষায় মোট ৪৯ হাজার ৪১৩ জন উত্তীর্ণ হয়েছেন। তারমধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ ও মেয়ে ২৬ হাজার ৫৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে রাত ৮টার পর ফলাফল পাওয়া যাবে।

medical accesoriseপ্রতীকী ছবি

স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারীরা সরকারি মেডিকেল কলেজে এবং আসন খালি থাকা সাপেক্ষে অন্যরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন।’

মহাপরিচালক বলেন, এ বছর ভর্তির জন্য ৩৬টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৬৮টি আসন ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৮১ আসনসহ মোট ১০ হাজার ৩৪৯টি আসন রয়েছে।

গত ১১ অক্টোবর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউএনবি।