দেশের অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এক্সটেন্ডেড ভার্চুয়াল র‍্যাম ব্যবহার করা হচ্ছে ব্যাপকহারে। কিন্তু এই র‍্যাম কি আসলে কোনো কাজে আসে, নাকি শুধু বিপণন প্রচারণা? সাধারণভাবে ধারণা করা হয়, এক্সট্রা র‍্যাম ফোনকে ফার্স্ট করে। এজন্য দামও বাড়তি হয়। আসলেও কি আমরা লাভবান হচ্ছি?

virtual ramভার্চুয়াল র‍্যাম, ফাইল ছবি

ভার্চুয়াল র‍্যাম মূলত ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ রান করে স্মুথভাবে। কিন্তু দেশে যেসব প্রতিষ্ঠান এই ফোন আনছে তারা বেটার গেমিং পারফরম্যান্স পাওয়া যাবে বলে প্রচার করছে। এটা ক্রেতাদের সাথে একধরনের প্রতারণা। ভার্চুয়াল র‍্যামের ফলে সাধারণ ব্রাউজিং বা ফোন ব্যবহারে গতি বাড়ালেও গেইমিংয়ে এক্সট্রা এফপিএস পাওয়া যাবে না। এটি কাজে লাগে মূলত পুরোনো প্রযুক্তির স্লো ফোনগুলোকে ফার্স্ট করতে।

ভার্চুয়াল র‍্যামের ক্ষতিকর দিকও আছে। অ্যান্ড্রয়েড ফোনের যে স্টোরেজ আছে সেগুলোর লিমিটেড লাইফস্প্যান থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট রাইট-রিরাইট করার হার থাকে। ফলে দেখা গেছে, এক্সটেন্ডেড ভার্চুয়াল র‍্যাম কাজে না আসলেও বেশি ব্যবহারের কারণে অতিরিক্ত সোয়াপিংয়ের মাধ্যমে ফোনের স্টোরেজ লাইফস্প্যান কমিয়ে দেয়।

বাংলাদেশের বাজারে থাকা এ জাতীয় ফোনগুলো হচ্ছে-

টেকনো

স্পার্ক ৮ প্রো (৪জিবি র‍্যাম + ৩জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ১৫,৪৯০ টাকা

স্পার্ক ৮ প্রো (৬জিবি র‍্যাম + ৩জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ১৬,৯৯০ টাকা

স্পার্ক ৮সি (৩জিবি র‍্যাম + ৩জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ১১,৯৯০ টাকা

স্পার্ক ৮ সি (৪জিবি র‍্যাম + ৩জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ১৪,৯৯০ টাকা

ভিভো

ভিভো ওয়াই২১ (৪জিবি র‍্যাম + ১জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ১৪৯৯০ টাকা

ভিভো ওয়াই২১টি (৪জিবি র‍্যাম + ১জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ১৭৯৯০ টাকা

ভিভো ওয়াই৫৩এস (৮জিবি র‍্যাম + ৪জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ২০,৯৯০ টাকা

ভিভো ২৩ই (৮জিবি র‍্যাম + ৪জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ২৭,৯৯০ টাকা

অপো

অপো এ৭৬ (৬জিবি র‍্যাম + ৫জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ১৯,৯৯০ টাকা

অপো এ৯৫ (৮জিবি র‍্যাম + ৫জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ২২,৯৯০ টাকা

অপো এফ১৯ প্রো (৮জিবি র‍্যাম + ৫জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ২৪,৯৯০ টাকা

রিয়েলমি

রিয়েলমি ৯আই (৪জিবি র‍্যাম + ৩জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ১৭,৪৯০ টাকা

রিয়েলমি ৯আই (৬জিবি র‍্যাম + ৫জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ১৯,৪৯০ টাকা

রিয়েলমি ৮ (৫জি) (৮জিবি র‍্যাম + ৫জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ২২,৯৯০ টাকা

স্যামসাং

এম৩২ (৬জিবি র‍্যাম + ৪জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ২২,৯৯৯ টাকা

এ৭২ (৮জিবি র‍্যাম + ৪জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ৪৬,৯৯৯ টাকা

এ৫২ (৮জিবি র‍্যাম + ৪জিবি ভার্চুয়াল র‍্যাম)। দাম – ৪৫,৯৯৯ টাকা

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.