আজ বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল সোমবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। এর মধ্যে গত দুই দিনে ৪৩ লাখের বেশি মোবাইল সিম কার্ড ঢাকার বাইরে চলে গেছে। এ ছাড়া গত ৪ দিনের হিসাবে রাজধানী ছেড়েছে দেশের ৪টি মোবাইল অপারেটরের ৭৩ লাখ সচল সিম।

mobile sim card রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ, ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রোববার, ১ মে ফেসবুক পোস্টে এ তথ্য জানান। মন্ত্রী জানান, গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে গ্রামে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দু’দিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।’

গত ২৯ ও ৩০ এপ্রিল এই দু’দিনে ঢাকার বাইরে গেছে গ্রামীণফোনের ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ সিম। এ ছাড়া রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ এবং টেলিটকের ১ লাখ ৪৬ হাজার ৮টি সিম ঢাকার বাইরে চলে গেছে।

mostafa zobbar postমোস্তাফা জব্বারের পোস্ট

তবে সিমের এ সংখ্যা দিয়ে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা নির্ধারণ করার সুযোগ থাকছে না। কেননা এক্ষেত্রে একজনের কাছে একাধিক বা তারও বেশি সিম সক্রিয় থাকতে পারে।

মোস্তাফা জব্বার তার ওই পোস্টে বলেছেন, এজন্যই আমরা সিমের হিসাব করছি, মানুষের না। তবে সিম ছাড়াও অনেক লোক ঢাকা ছেড়েছে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.