বাংলা সাহিত্যের পুরোধা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীভিত্তিক উপন্যাস ‘রবীন্দ্রনাথ কথা রাখেনি’ অমর একুশে বইমেলা ২০২১-এ পাওয়া যাচ্ছে। বইটি গদ্যশিল্পী ও ছড়ার জাদুকর আমিনুল ইসলাম হুসাইনির প্রথম উপন্যাস হলেও গল্পের চরিত্র বিশ্লেষণ এবং সহজিয়া সংলাপ দেখেই বোঝা যায় লেখক পুরোপুরি প্রস্তুত হয়েই কলম ধরেছেনে।

book
বউঠান কাদম্বরী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের রহস্যময় সম্পর্কই উপন্যাসের মূল বিষয়বস্তু। গল্পের প্রয়োজনে লেখককে আঁকতে হয়েছে সাধক লালন ফকির, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র এবং জ্ঞানতাপস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মত মনীষীদের নিঁখুত শব্দচিত্র।

তরুণ ঔপন্যাসিক আমিনুল ইসলাম হুসাইনি বলেন, ‘ঐতিহাসিক উপন্যাস লেখার জন্য প্রচুর খাটতে হয়। রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীকে নিয়ে কিছু লিখতে হলে খাটুনির পরিমাণ কত হবে তা শুধু একজন ঐতিহাসিক ঔপন্যাসিকই ধারণা করতে পারেন। নিজের সেরাটা দিয়ে আমি চেষ্টা করেছি।’

আমিনুল ইসলাম হুসাইনি বলেন, ‘চেষ্টা করেছি, ফলও পেয়েছি। ‘রবীন্দ্রনাথ কথা রাখেনি’ পাণ্ডুলিপিটি কয়েকটি পুরস্কারে প্রথম স্থান অর্জন করে নিয়েছে। তাছাড়া রবীন্দ্র গবেষকরা এর ভূয়সী প্রশংসা করেছেন।’

সৃজনশীল প্রকাশনার আঁতুড় ঘর ঐতিহ্য থেকে বইটি প্রকাশিত হয়েছে। প্রকাশক আরিফুর রহমান নাঈম বলেন, ‘তরুণ লেখকদের বই প্রকাশ বেশ ঝুঁকির ব্যাপার। কিন্তু আমিনুল ইসলাম হুসাইনির ‘রবীন্দ্রনাথ কথা রাখেনি’ উপন্যাসটির ব্যাপারে আমরা আশাবাদী।’

বইটির প্রচ্ছদ এঁকেছেন রাজিব দত্ত। মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। অমর একুশে বইমেলার ৬নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া অনলাইনে বিভিন্ন সাইটে অর্ডার করেও সংগ্রহ করা যাবে।