বহুল আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী প্রথমবারের মতো একটি বই লিখেছেন। বইয়ের নাম ‘ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’। প্রকাশের কাজ শেষের দিকে। গতকাল (২ এপ্রিল) থেকেই শুরু হয়েছে প্রি-অর্ডার নেওয়ার কাজ।

azhari book

বইটির প্রকাশক গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের বলেন, ২ থেকে ১০ এপ্রিল পর্যন্ত আমরা প্রি-অর্ডার নেবো। ১১ তারিখ থেকে সারাদেশে বিতরণ শুরু হবে। বইমেলায় এখনই দেয়া সম্ভব হচ্ছে না, মেলার শেষদিকে পাওয়া যাবে।

‘গতকাল (২ এপ্রিল) একদিনেই বইটির জন্য প্রি-অর্ডার হয়েছে ৫ সহস্রাধিক।’ বলেন নূর মোহাম্মদ আবু তাহের।

বইটিতে তরুণ প্রজন্মের জন্য ১২টি বার্তা দেওয়া হয়েছে। বার্তার শিরোনামগুলো হলো- শাশ্বত জীবনবিধান, ডাবল স্ট্যান্ডার্ড, কুরআনের মা, মুমিনের হাতিয়ার, কুরআনিক শিষ্টাচার, উমর দারাজ দিল, উসরি ইউসরা: কষ্টের সাথে স্বস্তি, রেগে গেলেন তো হেরে গেলেন, স্মার্ট প্যারেন্টিং, মসজিদ: মুসলিম উম্মাহর নিউক্লিয়াস, ঐশী বরকতের চাবি, বিদায় বেলা।

বইটি প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসে লেখক মিজানুর রহমান আজহারি বলেন, আমি লেখক নই। তারপরও বাংলা সাহিত্যের দুনিয়ায় যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে তরুণ প্রজন্মের কাছে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা আপনাদের ভালো লাগা-মন্দ লাগার ওপর নির্ভর করবে।