বর্তমান সরকার জোর করে ক্ষমতায় এসেছে। তাদের পায়ের নিচে মাটি নেই। তারা জনগণের মন ও মেজাজ বোঝে না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
‘রোহিঙ্গা সঙ্কট: রাষ্ট্র নাকি মানবতা’ শীর্ষক আয়োজনে মির্জা ফখরুল রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য সরকারকে অনুরোধ করেন। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের উপর অত্যচার বন্ধে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ প্রয়োজনের জন্য সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ দেন।
বিএনপি সরকারের আমলে রোহিঙ্গাদের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে ফখরুল জানান, বিএনপি রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়নি, বরং তাদেরকে নানাভাবে আশ্রয় দিয়েছে। খালেদা জিয়া রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের উপর চাপ দিতে সীমান্তে এক ব্রিগেড সেনা মোতায়েন করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনার এক পর্যায়ে মির্জা ফখরুল বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি তুলনা করে বলেন, ‘এখানকার অবস্থা মিয়ানমারের মতোই। এখানেও যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে তাদেরকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে।’