advertisement
আপনি পড়ছেন

টাঙ্গাইলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাবের সাথে এক বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। এছাড়াও এই ঘটনায় গুলিবিদ্ধ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

cross fire

টাঙ্গাইল সদর থানার ওসি নাজমুল হক জানান, সদর উপজেলার মইশাল নানতোলা এলাকায় বুধবার ভোররাতের দিকে একটি চরমপন্থি সংগঠনের সাথে র‍্যাবের এই বন্দুকযুদ্ধ ঘটে। বন্দুকযুদ্ধে চরমপন্থী দলের দুজন নিহত হওয়া ছাড়াও তিনজন এবং র‍্যাবের একজন সাব-ইন্সপেক্টর আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, নানতোলা এলাকার একটি বাড়িতে চরমপন্থি সংগঠনের ১০/১২ জন অবস্থান করছে খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযান চালায়। র‍্যাবের অভিযানের সময় চরমপন্থিরা পাল্টা আক্রমণ করলে এই বন্দুকযুদ্ধ ঘটে।

হতাহতরা সবাই চরমপন্থি দলের সদস্য বলে জানিয়েছেন ওসি নাজমুল হক। তাঁরা খুন, ডাকাতি ও বিভিন্ন অপরাধের সাথে যুক্ত বলে জানান তিনি। তবে তাঁরা ঠিক কোন দলের সদস্য এবং তাদের সঠিক পরিচয় কী তা তিনি জানাতে পারেন নি।

 

আপনি আরও পড়তে পারেন

গণমাধ্যম থেকে নারীকর্মীদের বাদ দিতে হুমকি!

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-নেইমার

শেহওয়াগও বিদায় বলে দিলেন