advertisement
আপনি পড়ছেন

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্যে শেখ হাসিনাই দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। লন্ডনের একটি হোটেলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

khaleda zia

খালেদা জিয়া বলেন, ‘“শেখ হাসিনাই ‘জঙ্গি জঙ্গি’ বলেছেন। বিদেশিদের ভয় দেখানোর জন্যে। বিদেশিদের তারা বোঝাতে চাইছে বিএনপি এলে জঙ্গিদের উত্থান হবে। কিন্তু তাদের উত্থান আওয়ামী লীগের আমলে হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর সব জঙ্গিকে ধরেছি।’

খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অবস্থার কথা বলতে গিয়ে বলেন, বাংলাদেশের মানুষ আজ মোটেও ভালো নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সবচে’ খারাপ। এ সময় তাঁর পাশে ছেলে তারেক রহমানও উপস্থিত ছিলেন।

ঢাকায় ইতালির নাগরিক তাভেলা চেজারের হত্যা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এই হত্যার জন্য কি বিএনপি দায়ী? ওই সময় কূটনৈতিক পাড়ার সড়কের বাতি বন্ধ ছিলো কেনো?

তিনি বলেন, দেশে একের পর অঘটণ ঘটছে। আর সেসব অপকর্মের জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। “দেশে গণতন্ত্র নেই। সেকারণে একের পর এক এসব ঘটনা ঘটছে। তিনি জানান, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্যে খুব শীঘ্রই তিনি দেশে ফিরে যাবেন।

খালেদা জিয়ার বক্তব্যের সময় হোটেলের বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

 

আপনি আরও পড়তে পারেন

অতিরিক্ত ভাড়া আদায় করলেই বাতিল হবে লাইসেন্স

দুই প্রকাশকের ওপর হামলা: আল কায়েদার দায় স্বীকার

মদ খেয়ে আদালতে এসে মাতলামি করলেন বিচারক