advertisement
আপনি দেখছেন

দীর্ঘ ২৮ বছরের অচলায়তন ভেঙ্গে গত ১১ই মার্চ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচনের দিনই ছাত্রলীগ বাদে সবগুলো প্যানেল নির্বাচনে কারচুপি-জালিয়াতির অভিযোগ এনে ভোট বর্জন করে। তারপরও ভোট গণনায় ভিপি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। এছাড়াও সমাজসেবা পদে নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের আরেক নেতা আখতার হোসেন। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আফিস নজরুল নুরের মধ্যে তরুণ বঙ্গবন্ধুর ছায়া দেখতে পান বলে মন্তব্য করেন।

asif nazrul teacher

ডাকসু ভোটের দিন থেকেই চলতে থাকে নানা নাটকীয়তা। এর মধ্যে গতকাল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনের চায়ের দাওয়াতে অংশ নেন নুরুল হক নুর ও আখতার হোসেন। সেখানে নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরলেও ডাকসুর পুনঃনির্বাচনের বিষয়ে জোরালোভাবে কিছু বলেননি। এরপর ফেসবুকে এক স্টাটাসে আসিফ নজরুল নুরকে মেরুদণ্ড সোজা রাখার আহ্বান জানান। সেই সঙ্গে সুলতান মনসুরের মতো না হওয়ার আহ্বান জানান।

ফেসবুক স্টাটাসে আসিফ নজরুল লিখেন, 'নুর? নুরুল হক নুর, প্রধানমন্ত্রী ডাকলে আপনি অবশ্যই যেতে পারেন, উনাকে আপনার মাতৃসমও মনে হতে পারে। কিন্তু আপনাকে বলতে হবে কেন আপনি উনার কাছে আপনার ও আপনার সঙ্গীদের উপর চালানো বহু নির্মম নির্যাতনের বিচার চাইতে ভুলে গেলেন?'

রাশেদকে হত্যার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, 'আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী রাশেদকে মাত্র তিনদিন আগে হত্যার হুমকি দেয়া হয়েছিল, কেন ভুলে গেলেন প্রধানমন্ত্রীকে এটি বলতে? কেন ব্যর্থ হলেন ডাকসু নির্বাচনে কারচুপির বিষয়টি ঠিকমতো ব্যাখা করতে?

তিনি বলেন, 'আপনাকে খুব দ্রুত এসব বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। অতীতে সকল অত্যাচারের মুখে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়সী বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম। কিন্তু বঙ্গবন্ধুর মেরুদণ্ড কোন শাসকের সামনে বিন্দুমাত্র নুয়ে পড়তো না। আপনার মেরুদণ্ড নুয়ে পড়লে আপনাকে তাই আর তরুণ বঙ্গবন্ধুর ছায়া মনে হবে না। বরং মনে হবে আপনি নির্ভীক তারুণ্যে বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর।'

এর আগে নুর ভিপি নির্বাচিত হওয়ার আসিফ নজরুল বলেছিলেন, 'নূরের মধ্যে আমি দেখি তরুণ বয়েসের বঙ্গবন্ধুর ছায়া। সাধারণ ছাত্রদের নির্যাতনকারীদের মধ্যে বঙ্গবন্ধু কোনভাবেই নেই।'