advertisement
আপনি দেখছেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে সাকার ফিশ নামে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়াপাড়া ঘাটে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়ার পর এটি দেখতে স্থানীয় প্রচুর উৎসুক মানুষ ভিড় জমান।

shakar fish

লম্বায় দেড় ফুট ও ৮০০ গ্রাম ওজনের এই মাছটি পরে স্থানীয় এক ব্যক্তি কিনে নেন। রোববার সকালে এটি ধরা পড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, আগে বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছটি মাঝে মাঝে দেখা যেতো। তবে এখন একেবারেই দেখা যায় না। এই মাছ অনেকে শখ করে অ্যাকোরিয়ামেও রাখেন।