advertisement
আপনি দেখছেন

পাথরকালী পূজা উপলক্ষে হরিপুর উপজেলার চাপসার ও কোচল সীমান্তে দুই বাংলার হাজারো মানুষের উপস্থিতিতে শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এবার বিজিবি ও বিএসএফের সৌহার্দ্যপূর্ণ আচরণে খুশি মিলন মেলায় আসা দুই বাংলার মানুষজন।

two bangla meet togetherঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলার মিলন মেলা

সকালে প্রতি বছরের মতো এবারও চাপসার ও কোচল সীমান্ত এলাকায় ভারত ও বাংলাদেশ সীমান্তের কাঁটাতার উন্মুক্ত করে দেয়া হয়। স্বজনদের এক নজর দেখতে আর সুখ-দুঃখের কথা ভাগাভাগি করেতে সেখানে উপজেলার আশপাশের মানুষ ছাড়াও দূর-দুরান্ত থেকে নারী-পুরুষসহ সব বয়সী মানুষ ছুটে আসেন।

এ সময় দুই প্রান্তে মানুষ একে অন্যের সাথে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। অনেকেই আবার খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র বিনিময় করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এ মিলন মেলা।

মেলাকে কেন্দ্র করে পাথরকালী মন্দির প্রাঙ্গণে রকমারি খাবার সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি এবং নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়।

এ ব্যাপারে মেলা কমিটির সচিব নগের কুমার পাল বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ-বিজিবির সঙ্গে আমরাও কাজ করেছি। আমরা চাই দেই দেশের মানুষের মাঝে কুশল বিনিময় হোক।’ ইউএনবি।