advertisement
আপনি দেখছেন

সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে গুজব ছড়ানো হয়েছে যে, বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এমন গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

corona virus rumor custody

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর আরামবাগ, মগবাজার ও রমনা থেকে পুলিশ তাদের হেফাজতে নেয় বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ও বিভিন্ন নিউজ পোর্টালে বলা হয়, বাংলাদেশে কোভিড-১৯ বা করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়ে দুইজন মারাও গেছে। এমন গুজব ছড়ানোর অভিযোগে এই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম জানান, যারাই করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনমনে অশান্তি সৃষ্টি করছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবে। পুলিশ হেফাজতে নেওয়া এই পাঁচজনকে কাউন্সেলিং করে ছেড়ে দেওয়া হবে।

ডিএমপি বলছে, রাজধানীর কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন কোনো নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। অনেকেই এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

sheikh mujib 2020