advertisement
আপনি দেখছেন

সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামিমা নুর পাপিয়া ও ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আওয়ামী আমলের প্রচ্ছদ মাত্র, এমনটাই উল্লেখ করে সোমবার পৃথক দুটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

asif nazrul teacher

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ‘পাপিয়া, সম্রাট এরা হচ্ছে আওয়ামী আমলের প্রচ্ছদ মাত্র। মূল কাহিনী নিশ্চয় আরো অনেক গভীর, বিস্তারিত ও নারকীয়। কোনদিন তারা এটি আমাদের জানতে দিতে চাইবে না...’

asif nazrul status

অপর এক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের তৃতীয় (সম্রাট) আর চতুর্থ (পাপিয়া) সারির নেতা হয়ে এতো অবাধে এসব জঘন্যতম কর্মকান্ড করা যায়! প্রথম সারিতে থাকা বদগুলো তাহলে কি করে যাচ্ছে ভেবে দেখেন।’

sheikh mujib 2020