শুক্রবার রাত সোয়া দশটায় খুলনায় দৌলতপুরে নিজের বাসার সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা আলমগীর হোসেনকে। ৪৫ বছর বয়সী এই নেতা খুলনা মহানগরী তিন ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন।
জানা গেছে, রাতে বাসায় ফেরার পর আলমগীর হোসেন গেট খুলছিলেন, এর মধ্যে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা খুব কাছে থেকে তার মাথায় গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আলমগীর। সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন, দৌলতপুর থানার সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামান।
ঠিকাদারি ব্যবসায় জড়িত থাকা এ নেতার আকস্মিক খুনের ঘটনায় তার পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
খুন হওয়া এ নেতার ভাই জাহাঙ্গীর হোসেনও বিএনপির নেতা। জানিয়েছেন, তিন নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।