রাজধানীর বনানীর রেল স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে বনানী রেলস্টেশনের পাশে লাল মিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত দুই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেলে ময়নাতদন্তে পাঠায়।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে নিহত হন তারা। তাদের বয়স আনুমানিক ৩৬-৪০ বছর। নিহতদের মৃতদেহ উদ্ধার করা করে ময়নাদন্তে পাঠানো হলেও এখন পর্যন্ত তাদের কোন পরিচয় জানা যায়নি।
তবে পুলিশ কীভাবে ট্রেনে কাটা পড়েছে তার কিছুই জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দৌড়ে রেল লাইন ক্রসকরার সময় তারা রেলে কাটা পড়েন। ইতোমধ্যে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে রাজধানীর রেলওয়ে পুলিশ।