advertisement
আপনি দেখছেন

মধ্যবিত্ত ও উন্নয়নশীল দেশসমূহে শিশু নির্যাতনের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই দেশে প্রায় ৮৯ শতাংশ শিশু সহিংসতার শিকার হচ্ছে বলে জানিয়েছে সরকারের পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

children worker bd

প্রতিষ্ঠানটির এক জরিপে বলা করা হয়, ২০১৩ সালের পর থেকে দেশে শিশু নির্যাতনের হার ক্রমাগত বাড়ছে। সেই সময় এ হার ছিল ৮২ দশমিক ৩ শতাংশ। যা গত ৬ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৮৯ শতাংশে।

জরিপে ১৫ বছরের কম বয়সী প্রায় ২৫ হাজার শিশুর অভিভাবকদের সঙ্গে কথা বলে সহিংসতার এ তথ্য পাওয়া গেছে। দেখা যায়, প্রতি ১০ জনের প্রায় ৯ জনই কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হচ্ছে।

এক্ষেত্রে নির্যাতন করছেন অভিভাবক কিংবা শিশুদের সেবা প্রদানকারী ব্যক্তিরা। জরিপে নির্যাতনের মানদণ্ড হিসেবে মারধর, হালকা ধমক এমনকি বকাবকিও আমলে নেয়া হয়েছে।

এ ব্যাপারে সমাজবিজ্ঞানী এবং সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী বলেন, শিশুদের ওপর সহিংসতা রোধে সরকারকে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেবা-দানকারী প্রতিষ্ঠান সমূহকে সচেতন করতে হবে।

sheikh mujib 2020