আসন্ন পহেলা বৈশাখের দিন বিকেল পাঁচটার পর উম্মুক্ত স্থানে যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
আছাদুজ্জামান মিয়া জানান, সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই বিকেল পাঁচটার পর থেকে খোলা স্থানে যে কোনো ধরনের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া পহেলা বৈশাখে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানোর জন্য বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা সহ যে কোনো স্থানের অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে অনুরোধ করা হয়েছে। এই নিষেধ সারা দেশের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছর বর্ষবরণের উৎসবে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনার পরিপ্রেক্ষিতে এবার এই বিধিনিষেধ জারি করা হয়েছে।