প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে বাংলাদেশে আসা এক দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় সময় টিভি।
জানা যায়, সৌদি ফেরত দম্পতির বয়স ৬০ ঊর্ধ্ব। আজ সকালে বাংলাদেশে আসলে তাদের ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হয়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।
এর আগে গতকাল সোমবার ইতালি ও স্পেন থেকে দ্রুত আসা দুইজনকে ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে প্রেরণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। রোববার দেশে ৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর থেকেই বেশ সতর্ক শাহজালাল কর্তৃপক্ষ।
এরপর থেকেই বিদেশ ফেরত যাদের সন্দেহ হচ্ছে তাদেরকেই হাসপাতালে পাঠানো হচ্ছে।