advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিনজন। এর মধ্যেই কথা উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে। ঝুঁকি এড়াতে অনেক বিশেষজ্ঞই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে মত দিয়েছেন, আবার ভিন্নমতও দিয়েছেন অনেকে। শিক্ষা মন্ত্রণালয়ও বিষয়টা নিয়ে ভাবছে। আজ বিকেলে তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

edu ministry

গতকাল সোমবার রাতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। সেখানে বলা হয়, এখন পর্যন্ত করোনাভাইরাসের যে পরিস্থিতি তাতে আইইডিসিআরের মতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি হয়নি। তারপরও সার্বিক বিবেচনায় বিষয়টা নিয়ে ভাবতে চায় মন্ত্রণালয়।  

বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আজ বিকেলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরপরই তা জানিয়ে দেওয়া হবে। এছাড়া ইতোমধ্যে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে।