করোনাভাইরাসের আক্রমণে টালমাটাল বিশ্ব। আক্রান্ত দেশগুলো নানা পদক্ষেপ নিয়েও এই ভাইরাসকে ঠিকমতো প্রতিরোধ করতে পারছে না। বাংলাদেশে এখন পর্যন্ত তিনজন আক্রান্ত হলেও আতঙ্ক ছাড়ছে না মানুষকে। আজ জুমার নামাজের পর তাই মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত হয়েছে করোনা থেকে মুক্তি কামনায়।
আগেই এমন দোয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজ জুমার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী। বিশ্বের সব নাগরিককে এই প্রাণঘাতি ভাইরাস থেকে সুরক্ষা দিতে এবং আক্রান্তদের আরোগ্য দিতে আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। সাধারণ মুসল্লি ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা মোনাজাতে অংশ নেন।
চীন থেকে উৎপত্তি লাভ করা এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৯৭৩ জন। আক্রান্তের সংখ্যা ১৩৪৬৮৫।