advertisement
আপনি দেখছেন

অবশেষে প্রত্যাহার করা হলো কুড়িগ্রামের আলোচিত জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে। তার জায়গায় নতুন ডিসি হিসেবে ‍নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেজাউল করিম।

kurigram dr sultana rezaul

আজ সোমবার উপসচিব ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, জেলা প্রশাসক সুলতানা পারভীনকে আজ সোমবার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে একই মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেজাউল করিমকে।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ মধ্যরাতে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে দরজা ভেঙে ধরে নিয়ে আসা হয় মোবাইল কোর্টের মাধ্যমে। ওই সময়ই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

পরবর্তীতে গতকাল রোববার দুপুরে জামিনে কারাগার থেকে মুক্তি পান সাংবাদিক আরিফুল ইসলাম।